গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

0
223

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. তরুন মন্ডল। জেলা ইপিআই’র সুপারিনটেনডেন্ট রুকসানা পারভীনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা ডা. তানভীর আহমেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৪ জুলাই গোপালগঞ্জ জেলার ২৪ হাজার ৩৩০ জন এক বছরের কম বয়সের শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং এক বছর থেকে পাঁচ বছরের কম বয়সী এক লাখ ৬৭ হাজার ৮৮৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় মোট এক হাজার ৭৬০টি কেন্দ্রে তিন হাজার ৫২০ জন স্বেচ্ছাসেবক কাজ করবে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here