গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

0
259

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : “পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার” এ প্রতিপাদ্যকে নিয়ে গোপালগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।
পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো: সোহেল পারভেজের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: আসলাম খান, সিভিল সার্জন ডা: তরুণ মন্ডল প্রমূখ।
পরে অতিথিরা জেলা পর্যোয়ের ১০ ক্যাটাগরির এবং সদর উপজেলার ৮ ক্যাটাগরির শ্রেষ্ঠ কর্মীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here