গোপালগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির মূল্য প্রধানমন্ত্রী ঘোষিত তিনগুন পাওয়ার দাবীতে মানব-বন্ধন

0
217

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরের রাঘদী ইউনিয়নে বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির মূল্য প্রধানমন্ত্রী ঘোষিত তিনগুন পাওয়ার দাবীতে মানব-বন্ধন করেছেন ছাগলছিড়া-শশীকান্দি গ্রামবাসী। বৃহষ্পতিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ছাগলছিড়া নামক স্থানে প্রকল্পের সামনে এ মানব-বন্ধন করা হয়।
মানব-বন্ধন চলাকালে ছাগলছিড়া স্থানীয়রা জানান, পটুয়াখালী-গোপালগঞ্জ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চারন লাইন ও ২৩০/৪০০/১৩২ কেভি গ্রীড উপকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় মুকসুদপুরের রাঘদী ইউনিয়নের ছাগলছিড়া শশীকান্দি গ্রামের ৬০ একর জমি অধিগ্রহণ করা হয়। এ জন্য জমির মালিকদেরকে জেলা প্রশাসক ১৯৮২ সালের ২নং অধ্যাদেশের ৩ ধারা অনুযায়ী নোটিশ করে। সে সাথে ক্ষতিপূরণ বাবদ জেলা প্রশাসন অধিগ্রহণকৃত এ সমস্ত জমির জমির মূল্য দেড়গুণ নির্ধারণ করে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ মূল্য বাবদ তিনগুণ দেয়া হবে বলে ঘোষণা দেন। ক্ষতিগ্রস্থ ভূমির মালিকরা প্রধানমন্ত্রীর সেই ঘোষণার বাস্তবায়ন দাবী জানান।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here