গোপালগঞ্জে দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলা শুরু

0
213

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসব। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে গোপালগঞ্জ শিশু একাডেমি ভবনে এই উৎসব চলছে। বাংলা নববর্ষ পালন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি, গোপালগঞ্জ জেলা শাখা এ উৎসবের আয়োজন করে।
সকালে জেলা শিশু একাডেমিতে আয়োজিত এ উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু কর্মকর্তা খোন্দকার নিপুন হোসেন। দুই দিনব্যাপী শিশু আনন্দ মেলা ও সাংস্কৃতিক উৎসবে রয়েছে শিশু সমাবেশ, নাট্যোৎসব, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ।
এ সব প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, জেলা তথ্য অফিসার হাসিবুল হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা মুন্সী ওহিদুজ্জামান, প্রফুল্ল বল, কৃষ্ণ মধু ও সুব্রত বিশ্বাস।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আগামীকাল শুক্রবার বিকেলে পুরস্কার বিতরণ করা হবে। এতে জেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here