গোপালগঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে দুই কালোমুখো হনুমান

0
331

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লা দাপিয়ে বেড়াচ্ছে দু’টি কালোমুখো হনুমান। গত কয়েকদিন ধরেই গোপালগঞ্জে দেখা যাচ্ছে ওদের। আর ভিড় জমছে কৌতুহলি মানুষের।
এলাকাবাসীর ধারণা, খাবারের সন্ধানে হনুমান দু’টি যশোর থেকে কোন যানবাহনে চড়ে গোপালগঞ্জে চলে এসেছে। কারণ, কাছাকাছি যশোরের কেশবপুরে রয়েছে কালোমুখো এই হনুমানদের অস্তিত্ব। সেখানে হনুমানের দল পর্যাপ্ত খাবার পাচ্ছেনা বলে সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় খবর এসেছে। গোপালগঞ্জে আসা হনুমানদ্বয় সারা দিন এ গাছ থেকে ও গাছ ছুটোছুটি করে বেড়াচ্ছে আর মানুষের দেওয়া খাবার-দাবার খেয়ে দিন কাটাচ্ছে। রাতে অবস্থান করছে গাছের উচু মগডালে। তবে এখন পর্যন্ত হনুমানটিকে ধরে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়ার কোন উদ্যোগ দেখা যায়নি বন বিভাগের পক্ষ থেকে।
গোপালগঞ্জ সদর উপজেলা বন কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বলেন, ‘যশোর থেকে কলার ট্রাকে করে অথবা খাদ্যের অভাবে হনুমান দু’টি এখানে চলে আসতে পারে। হনুমান দু’টিকে ধরার চেষ্টা করা হচ্ছে । ধরতে পারলে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেওয়া হবে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here