গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ৩

0
266

এম শিমুল খান, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতের যে কোন সময় সদর উপজেলার ভেন্নাবাড়ি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন গোপালগঞ্জ শহরের ইসলামবাগ এলাকার সিদ্দিক সিকদারের ছেলে রাজু সিকদার(২৫), মোহাম্মদ পাড়া এলাকার কামরুল চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী রকি (১৯)। অপরজনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী ধারণা করছে, নিহত যুবকরা সদর উপজেলার ভেন্নাবড়ি রেলক্রসিং পার হবার সময় রেলের নিচে কাটা পড়ে নিহত হয়। এ সময় তারা হয়তো শহরের দিকে বাসায় ফিরছিল।
আরো জানা গেছে, ওই রেল ক্রসিংটিতে কোন পাহারাদার ছিল না। ভেন্নাবাড়ি গ্রামের রাজু শেখ, কুদ্দুস মোল্লাসহবেশ কয়েকজন এলাকাবাসী অভিযোগ করে বলেন, এখানে পাহারাদার থাকলে এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটতো না। গোপালগঞ্জ-রাজশাহী রেললাইনে সব রেল ক্রসিংয়ে পাহারাদার বসানোর দাবি জানান তারা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলাম বলেন, রাজশাহী থেকে ছেড়ে আসা ট্রেনটি রাত ১১টার দিকে গোপালগঞ্জে এসে পৌঁছায়। দুর্ঘটনাস্থলে একটি রেল ক্রসিং রয়েছে। ধারণা করা হচ্ছে ওই তিন যুবক মোটর সাইকেলে করে রেললাইন ক্রস করার সময় ট্রেনের নিচে কাটা পড়েছে। খবর পেয়ে পুলিশ ভোর সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। লাশের ময়না তদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here