গোপালগঞ্জে জাতিসংঘের দাপ্তরিক ভাষা বাংলার দাবীতে অনলাইন ভোটিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

0
237

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জাতিসংঘের দাপ্তরিক ভাষা বাংলার দাবীতে অনলাইন ভোটিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় সরকারী বঙ্গবন্ধু কলেজে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। দেশের অন্যতম শীর্ষ বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের সহযোগিতায় এবং জনপ্রিয় অনলাইন পোর্টাল জাগোনিউজ ২৪.কম এ ক্যাম্পেইনের আয়োজন করে।
সরকারী বঙ্গবন্ধু কলেজের অধ্যাক্ষ মোঃ মতিয়ার রহমান প্রধান অতিথি হিসেবে অনলাইনে ভোট প্রদানের মধ্য দিয়ে অন লাইন ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন। প্রধান অতিথি বলেন, বর্তমান সারা বিশ্বে একটা বিশাল অংশের মানুষ বাংলায় কথা বলেন। আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো ইতিমধ্যে বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্ত দুঃখের বিষয় হলো, বাংলা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে আজও স্বীকৃতি পায়নি। অনলাইন ভোটিং এর মাধ্যমে আমরা সে দাবী আদায়ের সংগ্রাম করছি। তিনি সকলকে এ দাবী আদায়ের জন্য ভোট দেওয়ার আহবান জানিয়ে বিশ্বের ৩০ কোটি মানুষের ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ সরদার নুরুল ইসলাম, সরকারী বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যািলয়ের আইন বিভাগের শিক্ষক ড. রাজিউর রহমান ও গোপালগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি এস এম হুমায়ূন কবীর।
বিশেষ অতিথি ড. রাজিউর রহমান বলেন, জাতিসংঘের দাপ্তরিক ভাষা বাংলার দাবী এখন সময়ের দাবী। বিশ্বে একমাত্র বাংলা ভাষার জন্য মানুষ আত্মহুতি দিয়েছে। ৫২-র মহান ভাষা আন্দোলনের পথ ধরেই আজ আমরা স্বাধীনতা লাভ করেছি। এ সব ঐতিহাসিক বিজয় আজ আমাদের বিশ্ব দরবারে বাঙালী জাতি হিসেবে পরিচয় করে দিয়েছে। পাশাপাশি ইতিহাসের মহানায়ক বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষন দিয়ে প্রমাণ করে গেছেন বাংলাই হলো বাঙ্গালীর একমাত্র প্রাণের ভাষা। বাংলা ভাষা জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি পাবে বিশ্বের সকল বাংলা ভাষাভাষি মানুষের সে প্রত্যাশা করে।
বঙ্গবন্ধু কলেজের উপাধ্যাক্ষ সরদার নুরুল ইসলাম বলেন, বাংলা ভাষা আমাদের গর্ব। আন্তর্জাাতিক ভাবেও বাংলা ভাষা আজ স্থান করে নিয়েছে। আফ্রিকার দেশ সিওরোলিয়নে বাংলা ভাষা এখন দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্থান করে নিয়েছে। জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা প্রতিষ্ঠিত হোক এ দাবী নিয়ে যে সকল প্রতিষ্ঠান ওয়ান লাইনে ভোটিং এর আয়োজন করেছেন তিনি তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন জাতি তাদেরও একদিন স্মরন করবে।
অনুষ্ঠানে অন্যান্যের সরকারী বঙ্গবন্ধু কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপক শাহ আলম, ইসলামী স্ট্যাডিজ বিভাগের প্রধান কাজী মোঃ সেলিম, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আমিনুল করিম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শুকলাল বিশ্বাস, ইসলামী স্ট্রাডিজ বিভাগের শিক্ষক শিরীন সুলতানা, রসায়ন বিভাগের শিক্ষক সাইদুর রহমান, জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি চৌধুরী হাসান মাহমুদ, সাংবাদিক শিমুল খান, নুতন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে সরকারী বঙ্গবন্ধু কলেজের বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে জাতিসংঘের দাপ্তরিক ভাষা বাংলার দাবীতে র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড. রজিউর রহমনের নেতৃত্বে সাধারন শিক্ষার্থীরা ভোটিং ক্যাম্পেইনে অংশ নেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here