গোপালগঞ্জে এমএলএম ব্যবসার নামে প্রতারণার অভিযোগে আটক ৯

0
277

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে অবৈধ মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার নামে প্রতারণার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাদেরকে শহরের কোয়াডাঙ্গা এলাকার কুটুমবাড়ী কমিউনিটি সেন্টার থেকে আটক করে পুলিশ। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
আটককৃতরা হলেন খালিদ হাসান (২৮), রাকিবুল ইসলাম(২২), রিফাত হাসান (২০), শরিফুল ইসলাম (২২), শিবলী শেখ (২৪), আবু সাইদ (২৩), নাজমুল হাসান (২৫), লাবলু সরদার (২২) ও আজম (২১)। এদের সবার বাড়ি খুলনা, নড়াইল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায়।
ডড়ৎষফ গরংংরড়হ ২১ খঃফ নামে অবৈধ ভাবে গখগ ব্যবসা পরিচালনার দায়ে তাদেরকে পুলিশ আটক করে বলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান। তিনি জানান, এরা ট্রেড লাইসেন্স বিহীন অবৈধ ভাবে গখগ ব্যবসার নামে গোপালগঞ্জ জেলার প্রায় ৩০০ তরুণ-তরুণীকে কমিশনের প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ২ হাজার ৭শ’ টাকা করে প্রায় ৮ লাখ টাকা আদায় করে প্রতারণা করেছে। এদের বিরুদ্ধে প্রতারনার মামলা হয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here