গোপালগঞ্জের বশেমুরবিপ্রবি ছাত্রলীগের কমিটির আশায় দিন গুনছেন জাহাঙ্গীর ও সুলাইমানের মত অসংখ্য ছাত্র-ছাত্রী

0
188

গোপালগঞ্জ প্রতিনিধি : ২০১১ সালে গোপালগঞ্জ শহর থেকে মাত্র ৪ কি.মি দূরে গোবরা গ্রামে মাত্র ৫টি বিভাগ নিয়ে ৫৫ একর জমির উপর প্রতিষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরই মধ্যে কেটে যাচ্ছে প্রায় ৮টি বছর, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫টি বিভাগ থেকে ৩১টি বিভাগ হয়েছে ২০১৮ সাল অবধি। কিন্তু দেখা মেলেনি কোন ছাত্র সংগঠনের।
২০১৬ সালের ২১ অক্টোবর ছাত্রলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলেও প্রায় দেড় বছর পার হতে চললেও দেখা মেলেনি ছাত্রলীগের কমিটির। হাজার হাজার ছাত্রলীগ কর্মী আজ হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। তাদের একটাই দাবী বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের একটি পরিচ্ছন্ন কমিটি হোক এবং কর্মীদের দীর্ঘ দিনের পরিশ্রম সফল হোক।
২০১১-১২ সেশনের ছাত্র জাহাঙ্গীর আলমের সাথে আলাপ করে জানা যায়, একদল রাঘব বোয়াল কমিটি হতে দিচ্ছে না। কে এই রাঘব বোয়াল তা বলতে নারাজ তিনি। তিনি আরো বলেন, কমিটির আশায় আশায় আজ তাঁর জীবন বিপন্ন। আজ তিনি নিঃস্ব প্রায়।
ছাত্রলীগের আরো একজন ছাত্রলীগের নিবেদিত প্রাণ মুহাম্মাদ সুলাইমান সেই সুলায়মানের জীবন ভিসির রোষানলে বিপন্ন প্রায়। অভিভাবক মহল থেকে ছাত্র-ছাত্রীদের একটাই প্রশ্ন কে নিবে জাহাঙ্গীর ও সুলাইমানের দায়িত্ব? কী তাদের ভবিষ্যৎ ?
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের নিকট বশেমুরবিপ্রবির ছাত্রলীগ কর্মীদের একটাই দাবী অতি দ্রুত কমিটি দেবার কথা কেন্দ্রীয় সভাপতি জরুরী ভাবে বিবেচনা করবেন।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here