গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ : আহত ১৫

0
214

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার জঙ্গল মুকুন্দপুর গ্রামের রুকু শেখের ছেলে পিকআপ ভ্যানের চালক শাহজাহান শেখ (৪৫), একই উপজেলার ভূতপাশা গ্রামের বরকত মিয়ার ছেলে হেলপার সোহাগ মিয়া (২৮) ও রাতইল গ্রামের নজরুল মোল্লার ছেলে পিকআপের হেলপার নয়ন মোল্লা (২৫)। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের সংখ্যা বাড়তে পারে বলে কাশিয়ানী ও মুকসুদপুর অ লের সহকারী পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান জানিয়েছেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাটগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঘটনাস্থলে ইট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলে মারা যান। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
খবর৭১/এস;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here