গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন

0
488

প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আড়–য়াকান্দি-তিলছড়া সড়ক সংস্কারের দাবি এবং সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার সকাল ১০টায় উপজেলার আড়–য়াকান্দি বাজারে ঘন্টাব্যাপী গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে তিলছড়া, খাগড়াবাড়িয়া, কামারোল, আড়–য়াকান্দি ও ওড়াকান্দি গ্রামের কয়েক শ’ লোক অংশ নেয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বাবর আলী শেখ, মনোয়ার সরদার, হারাধন ভক্ত, লুথু শিকদার, জাহিদ শেখ প্রমুখ।
তিলছড়া গ্রামের বাসিন্দা জাহিদ শেখ (৩৫) বলেন, সড়কের পাশে মাটি ভরাটের কাজ আসে। কিন্তু ঠিকাদারের লোকেরা কাজ সম্পন্ন না করে বিল উত্তোলন করে পালিয়ে গেছে।
এ সময় বক্তারা আরো বলেন, আড়–য়াকান্দি-তিলছড়া সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু উপজেলার সর্বত্র উন্নয়ন হলেও এই সড়কের কোন উন্নয়ন হয়নি। সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই দ্রুত সড়কটি সংস্কার এবং সংস্কারের কাজে অনিয়মের ব্যাপারে তদন্ত পূর্বক অভিযুক্ত ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।
সড়কের পাশে মাটি ভরাটের কাজ তদারকির দায়িত্বে থাকা ঠিকাদারের লোক আশরাফুজ্জামান খান তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের অংশের কাজ আমরা সম্পন্ন করেছি। তবে অন্যদের অংশের কাজ বাকি থাকতে পারে।
কাশিয়ানী উপজেলা এলজিইডি প্রকৌশলী মো: হাবিবুর রহমানের মোবাইল ফোনে কল দিয়ে কথা বলার চেষ্টা করলে তিনি ব্যস্ততা অজুহাত দেখিয়ে ফোন কেটে দেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here