“গোদাগাড়ীতে ৩৪টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের অবস্থান কর্মসূচি”

0
327

আকতারুজ্জামান, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: “শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এই স্লেগানের ভিত্তিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৩৪ টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা (কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডার) চাকুরি জাতীয়করণ দাবিতে উপজেলা প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছে। ৩৪ টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে আজ সোমবার, ২২ জানয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে তারা সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচী পালন করে। এতে অংশ নেন সিএইচসিপি এ্যাসোসিয়েশনের গোদাগাড়ী উপজেলা শাখা সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, ক্যাশিয়ার কামাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক আমিনা খাতুনসহ সিএইচসিপিবৃন্দ। সভাপতি তৌহিদুল ইসলাম বলেন সারাদেশের ন্যায় আমাদের এক দফা এক দাবি চাকুরি জাতীয়করণ। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মসূচী চলবে। ৩দিন ব্যাপি কর্মসূচীর সোমবার শেষ দিন এ কর্মবিরতি পালন করা হয়। এরপর আগামী কাল জেলায় এবং সারাদেশ একযোগে ঢাকায় কর্মসূচি পালন করা হবে। এদিকে উপজেলার ৩৪ টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে অবস্থান কর্মসূচী পালনের কারণে গ্রামের সাধারণ রোগীরা ক্লিনিকে এসে চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। উল্লেখ্য যে, প্রায় প্রতিদিন ১ হাজার সাধারণ মানুষ কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা পেয়ে থাকেন। বক্তারা আরও বলেন, ২০১৩ সালে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা জাতীয়করণ করা হবে বলে আশ্বস্ত করেছিলেন কিন্তু ৫ বছর অতিবাহিত হয়ে গেলেও কর্তৃপক্ষ সিএইচসিপিদের চাকুরি জাতীয়করণ করেননি। তাই জাতীয়করণ না করা পর্যন্ত আমাদের কর্মবিরতিসহ বিভিন্ন আন্দোলন চলবে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here