গোদাগাড়ীতে যানবাহনের কাগজ যাচাইয়ে ট্রাফিক পুলিশের সাথে শিক্ষার্থীরা

0
344

আকতারুজ্জামান গোদাগাড়ী ঃ
রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দূর্ঘটনা প্রতিরোধ এবং সড়ক মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা বৃদ্ধির লক্ষে ট্রাফিক সচেতনতা কার্যক্রম উপলক্ষে ট্রাফিক পুলিশের পাশাপাশি গার্লস গাইড ও রোভার স্কাউটের সদস্যদের যানবাহনের কাগজপত্র যাচাই ও সচেতনতা করতে দেখা যায়। রোভার স্কাউটের শিক্ষার্থীরা যানবাহনের কাগজপত্র নিয়ে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছে। এসময় ওই পুলিশ কর্মকর্তা কাগজপত্র ঠিক আছে কিনা দেখছেন । গোদাগাড়ীতে বিভিন্ন পয়েন্ট গার্লস গাইড ও রোভার স্কাউটের সদস্য ও ট্রাফিক পুলিশকে দেখা যায়। গতকাল শনিবার বেলা ১১ টার দিকে গোদাগাড়ী পৌর সদর শহীদ ফিরোজ চত্বরে ট্রাফিক সচেতনতা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী জেলা(অতিরিক্ত) পুলিশ সুপার মাহমুদুল হাসান। রাজশাহী জেলা ট্রাফিক শাখার আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিমুল আকতারের সভাপতিত্বে, ,উপজেলা পরিষদের চেয়াম্যান ইসহাক আলী বিশ্বাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম, ট্রাফিক সার্জেন্ট জাকির হোসেন, উপপরিদর্শক মাহবুব আলম, ট্রাফিক পরিদর্শক নাজমুল হাসান প্রমুখ। (রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, অন্যমনস্ক হয়ে বা মোবাইলে কথা বলতে বলতে সড়কে হাঁটবেন না। বা রাস্তা অতিক্রম করবেন না। বয়স্ক, প্রতিবন্ধি ও শিশুদের সড়ক পার হতে সাহায্য করুন। অপ্রাপ্ত বসস্ক কেউ যানবাহন চলাবেন না। সবাইকে সচেতন করতে পারলেই দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে। তাই সবার সহযোগিতা পেলে কাজ করতে সহজ হবে।ট্রাফিক সচেতনতা কর্যক্রম উদ্বোধনকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here