গোদাগাড়ীতে মাদক বিরোধী অভিযান

0
569

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশ, র‌্যাব ও বিজিবির জোরালো মাদক বিরোধী অভিযান চলছে। গত এক বছরে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ী আটক হয়েছে। বেশীর ভাগ আটক ব্যক্তি মাদক বহনকারী। তবে অব্যাহত অভিযানে বড় মাদক ব্যবসায়ীরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। স্থানীয় সূত্রগুলি জানায় ২০১৬ সালের দিকে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে হিপজুর আলম মুন্সী যোগদান করে এলাকায় মাদক বিরোধী সংগঠন তৈরি করে অভিযান চালিয়ে বিপুল পরিমানে হেরোইন, ফেনসিডিল, ইয়াবা, গাজা, মদ, চুয়ানিসহ মাদক দ্রব্য উদ্ধার ও জড়িতদের আটক করে। পুলিশের অভিযানে মাদকসহ আটক হয়ে মাদারপুরের তৌহিদুলসহ একাধিক মাদক ব্যবসায়ী জেল হাজতে রয়েছে। এই সময় ১-বর্ডার গার্র্ড বাংলাদেশ (বিজিবি) সুবেদার রেজাউল করিম গোদাগাড়ী ক্যাম্পে যোগদান করে মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৫ কেজি হেরোইন সহ ফেনসিডিল, ইয়াবা, মদ উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক করে। সুবেদার রেজাউল করিম বদলি হয়ে গেলেও তার অভিযানে ধারাবাহিকতা রেখেছে গোদাগাড়ী সীমান্ত ফাড়ির কোম্পানী কমান্ডার সুবেদার মোস্তাফা। গত ১০ নভেম্বর উপজেলার রেলবাজার খেওয়া ঘাটে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ২ কেজি হেরোইন উদ্ধার করে। এছাড়াও সুবেদার মোস্তফার নেতৃত্বে আড়াই কেজি হেরোইন সহ ফেনসিডিল উদ্ধার করে। এই দিকে র‌্যাব-৫ এর উপ অধিনায়ক মেজর আশরাফের নেত্রিত্বে র‌্যাব সদস্যরা গত ২৭ সেপ্টেম্বর উপজেলার মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ২০০ গ্রাম হেরোইন সহ মাদারপুর গ্রামের রবিউল নামের মাদক ব্যবসায়ীকে আটক করে। স্থানীয় সূত্র আরও জানায়, গোদাগাড়ী এলাকায় র‌্যাব-৫ এর গোয়েন্দা ইউনিটের সদস্য বিশ্বজিৎ মাদক উদ্ধারের তৎপর হয়ে উঠায় মাদক উদ্ধার ও ব্যবসায়ীরা আটক হওয়ায় বড় মাদক ব্যবসায়ীরা আটক হচ্ছে। এই প্রসঙ্গে গোদাগাড়ীর বিশিষ্ট শিক্ষাবিদ রবিউল ইসলাম বলেন, গোদাগাড়ী উপজেলা সীমান্তঘেষা হওয়ায় ভারত থেকে মাদক আসে সহজ। তাই মাদক ব্যবসায়ীরা গোদাগাড়ীকে মাদক চোরাচালানের রুট হিসাবে ব্যবহার করছে। এতে করে গোদাগাড়ীর ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, কৃষি, শিল্প, রাজনীতিতে যে ভাল অর্জন আছে তা কিছু সংখ্যক মাদক ব্যবসায়ীর কারণে সুনাম নষ্ট হচ্ছে। শিক্ষাবিদ রবিউল ইসলাম আরও বলেন, গোদাগাড়ীতে সফল ভাবে মাদক বিরোধী অভিযানের জন্য থানার ওসি হিপজুর আলম মুন্সী, বিজিবির সুবেদার রেজাউল, মোস্তফা, র‌্যাবের মেজর আশরাফ ও সদস্য বিশ্বজিৎ প্রশংসার দাবী রাখে। তিনি বলেন পুলিশ, র‌্যাব, বিজিবিসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে গোদাগাড়ীকে মাদক মুক্ত করে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে উঠার আশা ব্যক্ত করেন। এই প্রসঙ্গে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সী বলেন, কমিউনিটি পুলিশিং, মাদক বিরোধী সংগঠন এবং সব পেশার মানুষকে সঙ্গে নিয়ে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে সকল মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনতে পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা কাজ করে যাচ্ছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here