গোদাগাড়ীতে মাদক ও জঙ্গী বিরোধী সমাবেশ

0
267

 

গোদাগাড়ী(রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।রাজশাহী জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতামুলক বক্তব্য দেন রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ পিপিএম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোদাগাড়ী সার্কেল সহকারী পুলিশ সুপার মোঃ একরামুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আলতাব হোসেন,জেলা মুক্তিযোদ্ধা(সাবেক) ভারপ্রাপ্ত কমান্ডার সাহাদুল ইসলাম,রাজশাহী ওয়াকার্স পাটির সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল,উপজেলা আওয়ামীলীগ সভাপতি বদিউজ্জামান,সাধারণ সম্পাদক আব্দুর রশিদ,রাজাবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সেলিম রেজা,অত্র বিদ্যালয়ের সভাপতি মাফরুদ্দীন প্রমুখ। সভাটি পরিচালনা করেন ছিলেন রাজশাহী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক।সমাবেশে বক্তব্যরত অবস্থায় এসপি শহিদুল্লাহ সকল ছাত্র ছাত্রীদের উদ্দশ্যে বলেন,মানুষের সব চাইতে প্রিয় বস্তু বা জিনিস হলো নিজের স্বাস্থ্য তাই স্বাস্থ্য ঠিক থাকলে সকল কাজ সঠিক ভাবে করা সম্ভব । আর এই স্বাস্থ্য ঠিক রাখতে হলে মাদক থেকে দূরে থাকতে হবে। এবং শেষে সকলকে মাদক ও জঙ্গী থেকে দূরে থাকার আহবান জানান পুলিশের এই কর্মকর্তা। প্রসঙ্গত যে গোদাগাড়ীতে গ্রেপ্তার ছয় নারীসহ সাত ‘জঙ্গি’ একই পরিবারের। এর মধ্যে পাঁচজন কলেজছাত্রী। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সঙ্গে জড়িত। এদের মধ্যে পাঁচ কলেজছাত্রী জেএমবির ছাত্রী সংগঠনে জড়িত। ইসলামী ছাত্রী সংস্থার নামে তারা জঙ্গিবাদের কর্মকান্ড চালাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। তারা হলেন উপজেলার ছয়ঘাটি গ্রামের মৃত কইমুদ্দিনের ছেলে হাসান আলী (৫০), তার স্ত্রী সেফালি বেগম (৪৮), মেয়ে মারিয়া খাতুন কনা (২২), হানুফা খাতুন (২১) এবং হাসানের ভাই রেজাউল করিম কালুর তিন মেয়ে ফারজানা আক্তার সুইটি (২২), নাদিয়া সুলতানা তিশা (২১) ও রোজিনা সুলতানা কলি (২০)পুলিশ সুপার শহিদুল্লাহ জানান, গ্রেপ্তার সবাই গোদাগাড়ী উপজেলার ছয়ঘাটি গ্রামের বাসিন্দা।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here