গোদাগাড়ীতে বিআরটিসি যাত্রীবাহী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত আহত ৩০

0
214

নিজস্ব প্রতিবেতক গোদাগাড়ীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে বিআরটিসি যাত্রীবাহী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত আহত ৩০ জন। গতকাল সাড়ে ৪টার দিকে রাজশাহী-চাপাই নবাবগঞ্জ মহাসড়ক অভয়া কামার পাড়া নামকস্থানে রাজশাহীগামী বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে বিআরটিসির চালক শরিফুল ইসলাম তোতা (৪২) ঘটনাস্থলে মৃত্য হয়। নিহত শরিফুল ইসলাম তোতা পাবনার আতাইকুলার গয়েস বাড়ী গ্রামের জিন্দার খানের ছেলে।গোদাগাড়ী ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১শয়্যা হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন পাবনার সাথিয়ার ইবাদ আলীর ছেলে শামসুল(৪০) আতাইকুলার জাব্বারের ছেলে আলমাস(৩২) ভারতের বহরমপুরের খোদাবকসের ছেলে হুমায়ন কবির(৪০) বাকি আহতরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। গোদাাগড়ী মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল খালেক নিশ্চিত করে বলেন রাজশাহীগামী বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে নিহত হয় একজন আহত ৩০ দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আহত সবাই রাজশাহীগামী বিআিরটিসর যাত্রী ছিল বলে জানান।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here