গোদাগাড়ীতে পুলিশ পরিচয়ে নারীর টাকা ও মোবাইল ছিনতাই

0
264

নিজস্ব প্রতিবেদক গোদাগাড়ীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশ পরিচয়ে টাকা ও মোবাইল ছিনতাই ঘটনা ঘটেছে। স্থানীয় সৃত্রে জানাযায় গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে রাজশাহী-চাপাই নবাবঞ্জ মহাসড়ক সুলতানগঞ্জ মেলা পাড়া নামকস্থানে দুই ছিনতাইকারী মোটর সাইকেল যোগে এসে নিজদেরকে থানা পুলিশের পরিচয় দিয়ে অটোবাইকের গতিরোধ করে নারী যাত্রীকে থানায় যাওয়ার কথা বলে টানা হিচড়া করতে থাকে। এক পর্যায়ে ছিনতাইকারীরা নারী যাত্রীর ভেনিটি ব্যাগ কেড়ে নিয়ে চলে যায়। নারী যাত্রী সাহিদা খাতুন বলেন তার ভেনেটি একটি মোবাইল ও ৬ হাজার ৬৬ টাকা ছিল। উপজেলার অভয়া কামার পাড়া গ্রামের এরফান আলীর মেয়ে সাহিদা খাতুন(২০) গোদাগাড়ী সোনালী ব্যাংক শাখা থেকে টাকা উত্তোলন করে অটো বাইকযোগে বাড়ী ফিরছিল। পরে সাহিদা খাতুন ছিনতাইয়ের গটনায় থানায় একটি অভিযোগ দায়ের করে। এ প্রসঙ্গে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) আলতাব হোসেন বলেন অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। সাহিদা খাতুনের ধারনা ছিনতাইকারীরা ব্যাংক থেকে তাকে(সাহিদা খাতুন) অনসরণ করা শুরু করে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here