গোদাগাড়ীতে পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন

0
310

নিজস্ব প্রতিবেদক গোদাগাড়ীঃ
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পিজিরপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন পালন হয়েছে। গতকাল শনিবার সকাল ৯ টার দিকে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালীর বের হয়ে পিরিজপুর বাজারের সড়ক প্রদক্ষিণ করে খেলার মাঠে এসে শেষ হয় । র‌্যালীটিতে অত্র বিদ্যালয়ের বর্তমান ও সাবেক সকল শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে পতাকা উত্তলন ও শান্তির প্রতিক পাইরা উড়িয়ে বিদ্যালয়ের সামনে খেলার মাঠে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সাবেক শিল্প প্রতি মন্ত্রী ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। আলোচনা সভা অনুষ্ঠিত হয়।৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে দিনটি। অনুষ্ঠানের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গনে বসেছে সবার মিলন মেলা।বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও সুবর্ণ জয়ন্তী উৎসবের সভাপতি সাবিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব জনপ্রশাসন, মন্ত্রণালয় ও জেলা প্রশাসক হেলাল মাহমুদ চৌধুরী, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এসিআই লিমিডেরের সিইও এবং এসিআই এগ্রি বিজনেস ব্যবস্থপনা পরিচালক ড.এফ,এইচ, আনসারী,আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ নেওয়াজ,শিক্ষক,প্রাক্তন শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থী এবং সুধীজন ।আলোচনা সভা শেষে শুরু হয় সারাদিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান। জয়ন্তী উৎসব উপলক্ষে বিভিন্ন বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য হল সকল শিক্ষক শিক্ষার্থীদের মাঝে স্মৃতিচারণ। এই সুবর্ণ জয়ন্তী যেন মিলন মেলায় পরিণত হয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here