গোদাগাড়ীতে নববধু সুইটির মৃত্যর রহষ্য উদঘাটন হয়নি।

0
250

আকতারুজ্জামানা গোদাগাড়ীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে নববধু সুইটির মৃত্যর রহষ্য উদঘাটন হয়নি। নিহত নববধুর পরিবারের অভিযোগ গ্রহন না করে মৃত্যর ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করে তদন্ত করছে পুলিশ। নিহত সুইটির স্বামী শাওনকে ঘটনার পর আটক করলেও জিজ্ঞাবাদ শেষে ছেড়ে দেই পুলিশ। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিহত সুইটির পিতা শাহিন মেম্বার অভিযোগ করেন, বিয়ের পর যৌতুকের জন্য তার মেয়েকে নির্যাতন করে আসছিল শশুরের বাড়ীর লোকজন। নির্যাতন সইতে না পেরে একমাস আগে সুইটি তার পিতার বাড়ী চলে আসে। গত শনিবার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিকের মধ্যস্থাতায় সুইটিকে নিয়ে যায় তার স্বামী শাওন হোসেন। গত রোববার সকাল বেলায় সুইটি তার মায়ের মুঠোফোনে কথা বলছিল। এ নিয়ে সুইটিকে স্বামী শাওন হোসেন মারধর করে। শাহিন মেম্বার আরো অভিযোগ করেন তার মেয়ে সুইটিকে পিটিয়ে হত্যা করে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আতœহত্যার নাটক সাজিয়ে পুলিশকে খবর দেয়া হয়। গত রোববার দুপুর ২টার দিকে রাজাবাড়ী এলাকার সেলিম হোসেনের বাড়ীর একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় সুইটির লাশ উদ্ধার করে পুলিশ। এরপর হত্যার অভিযোগ এনে থানায় একটি এজাহার দায়ের করে নিহত নববধু সুইটির পিতা শাহিন মেম্বার। কিন্ত থানা পুলিশ হত্যার অভিযোগে এজাহারটি গ্রহন না করে ইউডি মামলা দায়ের করেছে বলে শাহিন মেম্বার অভিযোগ করেন। গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহাঙ্গীর আলম বলেন নিহত নববধু সুইটির পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশের প্রাথমিকভাবে ধারনা হয় নববধু সুইটি আতœহত্যা করেছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে সুইটির মৃত্যর ঘটনাটি হত্যা না আতœহত্যা। প্রসঙ্গত উপজেলার স্বামী শাওন হোসেনকে জিজ্ঞাবাদ করে ছেড়ে দিয়েছে পুলিশ। ৬ মাসে আগে উপজেলার গোগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও জগপুর গ্রামের শাহীন উদ্দীনের মেয়ে সুইটির সঙ্গে বিয়ে হয় রাজাবাড়ী গ্রামের সেলিমে হোসেনের ছেলে ও মহি চেয়ারম্যানের নাতি আব্দুল্লাহ আল মামুন ওরফে শাওন হোসেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here