গোদাগাড়ীতে দায়সারা ফলদ বৃক্ষ মেলা শেষ

0
266

নিজস্ব প্রতিবেদক গোদাগাাড়ীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে বেচে বিক্রি ছাড়াই শেষ হয়েছে তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা। উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপি মেলার আয়োজন করে গোদাগাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তর। মেলায় ৪০টি স্টল তৈরী হলেও মাত্র ৩টিতে বিভিন্ন ফলদ গাছ উঠানো হয়। আর ১৭টি স্টলে এসিআই মটরস কোম্পানীসহ কয়েকটি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি প্রদর্শণী করা হয়। ফলদ গাছের স্টল গুলোতে বেচা বিক্রি ছিল না । এ সব স্টলের মালিকরা জানান প্রচার প্রচারণা না থাকায় মেলাতে গাছ ক্রেতারা আসেনি। তিনদিন ব্যাপি মেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শুক্রবার স্টল থেকে মালামাল নিয়ে চলে যায়। স্টলের মালিকেরা আরও জানান গত বছর ফলদ বৃক্ষ মেলা ১০/১২ দিন ছিল। বেচা বিক্রি ভালো হওয়ার কারণে এবার ফলদ গাছের স্টল দিয়ে হতাশ হয়েছে। এ প্রসঙ্গে গোদাগাড়ী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন সরকারীভাবে মেলার জন্য মাত্র ৩৬ হাজার বরাদ্দ পাওয়া গেছে। বরাদ্দকৃত টাকা স্টল ও প্যান্ডল তৈরীতে খরচ হয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটি সৃত্র জানায় সরকারী বরাদ্দ বাহিরেও এসিআই কোম্পানীসহ বিভিন্ন কীটনাশক ও সার বিক্রিতারা আর্থিকভাবে মেলাতে সহযোগিতা করেছে। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here