গুরুদাসপুরে জোর করে মোবাইলে বিয়ে, স্কুলছাত্রীর আত্মহত্যা

0
246

খবর ৭১ঃনাটোরের গুরুদাসপুর উপজেলায় প্রবাসে থাকা ফুফাত ভাইয়ের সঙ্গে জোর করে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে দেয়া হয় লিজা নামের (১৫) দশম শ্রেণির এক ছাত্রীকে। এ বিয়ে মেনে নিতে না পেরে সে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার রাতে গ্যাস ট্যাবলেট খেয়ে সে আত্মহত্যা করে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর ডুবারপাড়ার সোহবার হোসেনের মেয়ে ও চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী লিজাকে ৬ মাস আগে প্রবাসে থাকা ফুফাত ভাই তারেকের সঙ্গে মোবাইল ফোনে বিয়ে দেয়া হয়। তার অমতে বিয়ে দিলে সে মেনে নেয় না। আপত্তি থাকা সত্ত্বেও লিজাকে শ্বশুরবাড়ি নিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন।

সেখান থেকে মঙ্গলবার ফিরে এসে পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া হয়। অবশেষে মঙ্গলবার রাতে গ্যাস ট্যাবলেট খায়। তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

গুরুদাসপুর থানার ওসি সেলিম রেজা জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here