গুগল ম্যাপ দেখে গাড়ি চালিয়ে গিয়ে পড়েছেন বরফে ঢাকা হ্রদে

0
308

খবর৭১:অপরিচিত রাস্তায় একমাত্র বন্ধু এখন গুগল ম্যাপ। নির্দিষ্ট গন্তব্যে যেতে পরম বন্ধুর মতো সাহায্য করে এই ম্যাপ। রাস্তায় বের হলেই নজর চলে যায় গুগল ম্যাপের দিকে। কিন্তু এই প্রবণতা যে কতো মারাত্মক হতে পারে তা টের পেলেন ৩ মার্কিন যুবক। অন্ধের মতো গুগল ম্যাপ দেখে গাড়ি চালিয়ে গিয়ে পড়েছেন বরফে ঢাকা হ্রদে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভারমন্ট প্রদেশের পুলিশ জানিয়েছে, গুগল ম্যাপ দেকে গাড়ি চালাচ্ছিলেন এক যুবক। গাড়িতে ছিলেন তার আরও ২ বন্ধু। গুগল ম্যাপের দিকে তাকিয়ে ভাড়ার গাড়িটি চালিয়ে জমাট হ্রদে নেমে পড়েন তিনি।

মার্কিন ওই যুবক জানিয়েছেন, গুগল ম্যাপ তাকে সোজা যাওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনে তিনি এগোতেই নৌকার ঘাটের ওপর দিকে গিয়ে পড়েন হ্রদে। হ্রদের ওপর জমাট বরফ থাকায় প্রথমে কিছুটা পিছলে বরফের স্তর ভেঙে তলিয়ে যায় গাড়িটি। পুলিশের দাবি, এই কাণ্ড ঘটানোর সময় মোটেও নেশার ঘোরে ছিলেন না চালক।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here