গুগল চলতি বছর কোনো ফ্ল্যাগশিপ ‘পিক্সেল ওয়াচ’ আনবে না

0
369

খবর৭১:মার্কিন টেক জায়ান্ট গুগল চলতি বছর কোনো ফ্ল্যাগশিপ ‘পিক্সেল ওয়াচ’ আনবে না। পরিধানযোগ্য ডিভাইসগুলোর জন্য অ্যান্ড্রয়েডভিত্তিক ‘ওয়্যার’ অপারেটিং সিস্টেমে তৃতীয়বারের মতো বড় আপডেট ঘোষণার পর এ খবর নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

নতুন ফ্ল্যাগশিপ পিক্সেল ওয়াচ আনার চেয়ে সার্চ ইঞ্জিন জায়ান্টটি ফসিল এবং ক্যাসিও’র মতো স্মার্টওয়াচ নির্মাতাদের সঙ্গে কাজ করতে আর ওয়্যার ওএস উন্নত করতে মনোযোগ দিচ্ছে, বলা হয় আইএএনএস-এর প্রতিবেদনে।

গুগল-এর ‘ওয়্যার ওএস’-এর ডিরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং মাইলস বার বলেন, সবার জন্য একটি আকার এমন ঘড়ির কথা ভাবতে গেলে, আমি মনে করি না আমরা এখনও সে জায়গায় আসতে পেরেছি। এখন আমাদের নজর আমাদের অংশীদারদের দিকে।

গুগল নিজস্ব হার্ডওয়্যার বানাতে চাচ্ছে না কারণ কিছু ওয়াচ শুধুই ফিটনেস সচেতনদের লক্ষ্য করে বানানো, বাকিগুলো নকশার দিকে বেশি জোর দেওয়া। অল্পসংখ্যাক ওয়াচ দুই দিকেই সমন্বয় রেখে বানানো।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here