গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থী ঘোষণা

0
490

খবর৭১: আসন্ন খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি।

সোমবার রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মির্জা ফখরুল জানান, গাজীপুরে বিএনপির নির্বাহী সদস্য হাসান সরকার ও খুলনায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে বিএনপি।

এরআগে দুই সিটিতে বিএনপির মনোনয়ন পেতে ৯ জন রোববার রাতে দলের মনোনয়ন বোর্ডের কাছে সাক্ষাৎকার দিয়েছিলেন।

তাদের মধ্যে গাজীপুরের বর্তমান মেয়র আবদুল মান্নানসহ ছয়জন এবং খুলনার বর্তমান মেয়র মনিরুজ্জামান মনিসহ তিনজন মেয়র পদে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন।

এ দুই সিটি কর্পোরেশনের নির্বাচনের জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ গাজীপুরে নৌকা প্রতীকে নতুন প্রার্থী জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেয়। আর খুলনায় গতবার হেরে যাওয়া তালুকদার আবদুল খালেক এবারও আওয়ামী লীগের মনোনয়ন পায়।

উল্লেখ্য, আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ১২ এপ্রিল। যাচাই-বাছাই ১৫-১৬ এপ্রিল ও প্রত্যাহারের শেষ সময় ২৩ এপ্রিল।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here