গাজা উপত্যকায় ইসরায়েলি সেনা বাহিনীর হামলায় ৩ জন নিহত

0
227

খবর৭১:গাজার বেশ কয়েকটি স্থানে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এসব হামলায় একজন আহত হয়েছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনারা বেইত লাহিয়া শহরে হামলা চালিয়েছে। এতে তিনজন নিহত এবং একজন আহত হয়েছে। তবে ইসরায়েলের দাবি, গাজা উপত্যকা থেকে গুলি চালানোর পর তারা কামান ও গোলাবর্ষণ করেছে। এসব হামলায় নিহত বেশিরভাগই বেসামরিক নাগরিক।

গাজার আল শিফা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করার পর আহমেদ (২৮), উবাদাহ ফারানেহ (২৯) এবং মোহামেদ আল আরির (২৭) মৃত্যুবরণ করেন।

এক টুইট বার্তায় ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা উপত্যকায় হামাসের সাতটি লক্ষ্যে হামলা চালিয়েছে। সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীর ওপর হামলা চালানোর পরই তারাও পাল্টা হামলা চালায়।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here