গাজায় নিহত ১৩, হামলা বাড়ানোর ঘোষণা ইসরাইলের

0
280

খবর৭১ঃফিলিস্তিনের গাজা উপত্যকায় শুক্রবার থেকে শুরু হওয়া সংঘর্ষ ক্রমেই বেড়ে চলছে। শুক্রবার থেকে শুরু হওয়া দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় রোববার পর্যন্ত গাজায় মোট ১৩ জন নিহত হয়েছেন।

অন্যদিকে হামাসের ছোড়া রকেটের আঘাতে তিন ইসরাইলি নিহত হয়েছেন। খবর আল জাজিরা আরবির।
রোববার গাজায় ইসরাইলি বিমান হামলা ও ট্যাংকের গোলায় একটি শিশু ও তার অন্তঃসত্ত্বা মাসহ ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে ইহুদি রাষ্ট্রটির মধ্যে ইতিমধ্যে ভেঙে পড়া অস্ত্রবিরতির পর নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে হামাস আরও প্রতিরোধ বাড়ানোর ঘোষণা দিয়েছে।

অন্যদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও গাজায় শক্তিশালী আক্রমণ করার নির্দেশ দিয়েছে।
ইসরাইলি বিমান থেকে রোববার ফিলিস্তিনের আল বারিজ শরণার্থী ক্যাম্প লক্ষ করে রকেট নিক্ষেপ করা হয়।

এদিন দখলদার ইসরাইলি বাহিনী গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় সাতটি বাড়িও ধ্বংস করে দিয়েছে। এ হামলায় ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হওয়ার কথা জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আল জাজিরার স্থানীয় সংবাদাতা জানিয়েছেন, রোববার সকালে ইসরাইলি বিমান গাজার পূর্বাঞ্চলে ডজনখানেক হামলা করেছে।

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে গাজা উপত্যকার সঙ্গে সীমান্তে ৭ম আর্মড ব্রিগেডকে প্রতিরক্ষা জোরদার করার জন্য নির্দেশ দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here