গাছ লাগান পরিবেশ বাঁচান

0
340

মোঃ আবু সাঈদ,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ গাছ লাগান পরিবেশ বাচান এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে জলবায়ু এবং পরিবেশগত পরিবর্তন বিষয়ে সচেতনতা মূলক সেমিনার ও ১৫০ টি হত দরিদ্র সদস্য পরিবারের মাঝে ৫টি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করে বে-সরকারি সংস্থা এনজিও এনডিএফ।
৫ সেপ্টম্বর বুধবার নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) বিরামপুর ইউনিট অফিস চত্বরে উপজেলা আদিবাসী ফেডারেশনের সভাপতি কেরোবিন হেমরমের সভাপতিত্বে। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার ট্রেনিং এ- মনিটরিং অফিসার মেসমাউল সরকার, কৃষি কর্মকর্তা পঙ্কজ লাকড়া, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ সরকার, ইউনিট ম্যানেজার খায়রুল ইসলাম, উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি চিত্তরঞ্জন পাহান, ইউপি সদস্য মোজাম্মেল হক প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আলোচনা শেষে সংস্থার ১৫৯ জন সদস্যর মাঝে ৫টি করে গাছের চারা বিতরণ করা হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here