গাইবান্ধা শহরকে অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরার আওতায়

0
524

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা শহরকে অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
শনিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কেন্দ্রে ফিতা কেটে এর ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি- খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম। জেলা শহরের ৮০ টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা বসিয়ে তা চালু করা হয়। এই কর্মসূচীর আওতায় দ্বিতীয় পর্যায়ে জরুরী ভিত্তিতে আরও ১৬টি সিসি ক্যামেরা বসানো হবে। প্রয়োজনে সিসি ক্যামেরার আওতা আরও সম্প্রসারিত করা হবে। জেলা পরিষদের সহযোগীতায় এবং পুলিশ সুপারের নিজস্ব অর্থায়নে এ সমস্ত সিসি ক্যামেরা লাগানো হয়। সব সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ কক্ষটি স্থাপন করা হয়েছে পুলিশ সুপার অফিসে। যেখানে সার্বক্ষনিক একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোটা শহরের পরিস্থিতিকে পর্যবেক্ষণ করবেন। ক্যামেরার আওতায় সংঘটিত সকল ঘটনা ও কার্যক্রম তাৎক্ষণিকভাবে এসব ক্যামেরায় রেকর্ড করা হবে। উদ্বোধনী এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতা, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম। এসময় ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, গা জেলার আইন-শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেই গোটা শহরকে সিসি ক্যামেরার আওতায় আনার এ পরিকল্পনা বাস্তবায়ন করছে। এতে গাইবান্ধা জেলা শহর অপরাধমূক্ত শহর হিসেবে গড়ে উঠবে এবং সকল প্রকার অপকর্ম দ্রুত নিরসন করা সম্ভব হবে। জেলা পরিষদ চেয়ারম্যান- আতাউর রহমান সরকার আতা বলেন, শুধু গাইবান্ধা শহর নয়, জেলার গোবিন্দগঞ্জ- পলাশবাড়ি-গাইবান্ধা সড়ক ও সুন্দরগঞ্জ-গাইবান্ধা প্রধান সড়ক দু’টিরও অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়নে সিসি ক্যামেরা বসানোর একটি ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে জেলা পরিষদ থেকে। এ জেলার মানুষ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে। সে কারণে গোটা জেলাকে অপরাধমুক্ত করার এ প্রচেষ্টায় জেলা পরিষদ সার্বিক সহযোগিতা করে যাবে। পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বলেন, জেলা শহরের প্রধান প্রধান পয়েন্টগুলি এ সিসি ক্যামেরার আওতায় আনার ফলে অপরাধমুক্ত গাইবান্ধা শহর গড়ে তোলার ক্ষেত্রে এর মাধ্যমে একটি মাইল ফলকের সূচনা হলো। আগামীতে গোটা জেলাকেই যাতে এ কর্মসূচীর আওতায় আনা যায়। তারও উদ্যোগ অব্যাহত থাকবে। এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও জেলা পর্যায়ের উর্দ্ধোতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবরর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here