গাইবান্ধা র‍্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

0
316

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব- ১৩) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হিরোইন, ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিলসহ ঈশা আলী ওরফে শামীম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
র‍্যাব সূত্র জানায়, শুক্রবার রাতে র‍্যাব- ১৩ (গাইবান্ধা) ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের মিঠাপুকুর উপজেলার পদ্মপুকুর নামক স্থান থেকে শামীমকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে সোয়া ৭ লাখ টাকা মুল্যের হিরোইন, ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল ও মদকদ্ররব্য বিক্রির নগদ ২৭ হাজার ২’শ ৪০ টাকা উদ্ধার করা হয়। পরে মাদক ব্যবসায়ী শামীমকে মিঠাপুকুর থানায় হস্তান্তর করে র‍্যাবের পক্ষ থেকে তার বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করেছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী শামীম ঐ গ্রামের খয়বর রহমানের রহমানের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে র‍্যাব- ১৩ (গাইবান্ধা) ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক
(এএসপি)- হাবিবুর রহমান জানান, আসামী শামীমের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত কয়েকটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

(ছবি আছে)
গোবিন্দগঞ্জে ৩ মাদক কারবারী গ্রেপ্তার

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার গো‌বিন্দগঞ্জ থানা পু‌লিশ পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত থানা পুলিশ পৃথক অভিযান চালায়। এতে ৩’শ ৬৫টি ইয়াবা ট্যাবলেট ও ২’শ ৫০ গ্রাম গাজাঁসহ ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত্যু আব্দুল আজিজের পুত্র শহিদুল ইসলাম (২৯), মহিষমুড়ি গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র স্বপন মঞা (২৮) ও গোবিন্দগঞ্জ পৌরসভার ঝিলপাড়া মহল্লার গীরেন চন্দ্রের পুত্র আনন্দ বিশ্বাস (৪০)। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- একেএম মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক ৩টি মামলা রুজু করে আসামীদেরকে আদালতে পাঠানো হয়েছে। আসামীদের আরো কয়েকটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here