গাইবান্ধায় ৪৭তম সমবায় দিবস উদযাপন

0
197

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি মধ্য দিয়ে ৪৭তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বণার্ঢ্য র‌্যালী শেষে স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ’সমবায় ভিত্তিক সমাজ গড়ি টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় অফিসার আনিসুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও উপসচিব রোকসানা খাতুন । অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমবায়ী হাসান মাহমুদ সিদ্দিক, সাংবাদিক সরকার শহীদুজ্জামান, লক্ষীপুর উষা সমবায় সমিতির নির্বাহী পরিচালক লিটন দাস প্রমূখ। পরে পুরস্কার প্রদান করা হয়। এদিকে, জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে রবিবার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায়ীদের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সম্মেলন কক্ষে আলোচনা সভানুষ্ঠিত হয়। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিএ) লিমিটেডর সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক টিআইএম মকবুল হোসেন প্রামানিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাশেদুল ইসলাম। এর আগে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আনিছুর রহমান। রূপালী সোস্যাল মাল্টিপারপাস কোঃ অপারেটিভ সোসাইটি লিমিটেড’র সম্পাদক শ্যামল কুমার দাসের স ালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সমবায়ী রাশেদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মোস্তাক আলী প্রমুখ। এছাড়া, পলাশবাড়ি, সাদুল্যাপুর, গোবিন্দগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় দিবসটি উদযাপন করা হয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here