গাইবান্ধায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

0
298

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় নিজের অপরাধ ঢাকার অপচেষ্টায় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করে হয়রানির অভিযোগ উঠেছে।
জানা যায়, সম্প্রতি জায়গা-জমি জবর দখলে নিষেধ করতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুতর আহত হন সাংবাদিক জাভেদ হোসেনের ভাই জিহাদ হোসেনের স্ত্রী। ফলে তিনি একটি মামলা করেন। ঐ মামলার বিভ্রান্তি সৃষ্টি পূর্বক ঘটনা ভিন্নখাতে প্রবাহের অপচেষ্টায় নিজেকে বাঁচাতে সাংবাদিকের বিরুদ্ধে সদর থানায় এ মামলা দায়ের করা হয়েছে। জাভেদ হোসেন ঢাকাটাইমস, চ্যানেল এস ও দৈনিক আমার সময়’র জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব। ১২ ফেব্রুয়ারী রাতে সাংবাদিকের বিরুদ্ধে মামলাটি করেন শহরের পূর্বপাড়াস্থ জনৈক মাহাবুবার রহমান। তার পিতার বিরুদ্ধে আগের দিন সদর থানায় মামলা করেন সাংবাদিক জাভেদ হোসেনের ছোট ভাই জিহাদ হোসেনের স্ত্রী ববি বেগম। এ মামলায় জেলা শহরের পুরাতন জজ কোর্ট এলাকায় মাহাবুবার রহমান ও পাশেই লীজকৃত গণপূর্তের জায়গায় জিহাদ হোসেনের বাবার দোকান ঘর রয়েছে। গত ৫ ফেব্রুয়ারী দুপুরে সেই দোকানের পেছনে দখল নিতে মাহাবুবার রহমান তার লোকজন নিয়ে নতুন করে ঘর তৈরি করছিলেন। এসময় সেখানে গিয়ে কাজ করতে নিষেধ করলে জিহাদ হোসেনকে মারধর করে গুরুতর আহত করেন তারা। পরে জিহাদ হোসেনকে পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নেন। অবস্থার অবনতি দেখে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন ডাক্তারগণ। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত নামা আরো ৪- ৫ জনকে আসামী করে সদর থানায় মামলা করেন সাংবাদিকের ছোট ভাইয় জিহাদ হোসেনের স্ত্রী। এতে ক্ষুব্ধ হয়ে সাংবাদিকের বিরদ্ধে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে সদর থানা অফিসার ইনচার্জ- খাঁন শাহরিয়ার জানান, দু’পক্ষের মামলা তদন্তাধীন রয়েছে। ইন্সপেক্টর মজিবর রহমান তদন্তকারী কর্মকর্তা হিসেবে মামলা দু’টি তদন্ত করছেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here