গাইবান্ধায় শিক্ষার্থীদের সড়কে বিক্ষোভ

0
331

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধায় ৯ দফা বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ করেছে কোমলমতি শিক্ষার্থীরা।
শনিবার সকাল থেকে শহরের বাস টার্মিনাল সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করেছে। এতে গাইবান্ধা জেলা শহরের সকল রুটে বাস- ট্রাক, মাইক্রোবাসসহ ভারী যানবাহন চলাচল বন্ধ হয়। শুধুমাত্র ব্যাটারী চালিত অটোবাইক, অটো রিক্সা ও সিএনজি ও অ্যাম্বুলেন্সে চলাচলে তেমন কোন বাঁধা ছিল না।
সকাল থেকে দফায় দফায় শিক্ষার্থীরা নিরাপদ সড়কসহ ৯ দফা দাবী দ্রুত বাস্তবায়নের দাবীতে শ্লোগান নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। তারা বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে মটর সাইকেল চালকদের হেলমেট পরার আহবান জানায়।
অবরোধকারীরা যাবার পর বাসটার্মিনালে দিনাজপুরের টুনিরহাট থেকে ছেড়ে বিআরটিসি’র একটি ভাংচুর করে ড্রাইভার ও যাত্রীদের নামিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকেরা। এদিকে, বাস মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন মুকুলসহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক নেতারা জানা, সড়কে যানবাহন, শ্রমিক ও চালকদের নিরাপত্তা না থাকায় পরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। তারা সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে নিয়ে নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।এদিকে, নিরাপদ সড়ক, সড়কের সকল প্রকার নৈরাজ্য বন্ধ করাসহ আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবী অবিলম্বে মেনে নেয়ার দাবীতে শহরের ডিবি রোডে গাইবান্ধা জেলা শাখা নিরাপদ সড়ক চাই (নিসচা) মানববন্ধন কর্মসূচী পালন করেছে বলে জানা গেছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here