গাইবান্ধায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

0
288

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে পৌর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রথম পুষ্পমাল্য অর্পণের পর জেলা পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি, পৌরসভা, বাসদ, জাসদ, সিপিবি, ওয়ার্কাস পার্টি, ছাত্রলীগ, যুবলীগ, যুবদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন। এদিকে, সুন্দরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন করা হয়েছে।
একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো পৃথক পৃথকভাবে মহান ভাষা শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে। প্রত্যুশে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর নানা কর্মসূচী পালনের শুভ- সূচনা করেন ইউএনও- এসএম গোলাম কিবরিয়া। এসময় ছিলেন- থানা অফিসার ইনচার্জ- আতিয়ার রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী জন প্রতিনিধিগণ, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অন্যান্য সংগঠণের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ- জন। এছাড়া, সাদুল্যাপুর, পলাশবাড়ি, সাঘাটা, ফুলছড়ি ও গোবিন্দগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপন করা হয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here