গাইবান্ধায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

0
261

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ’-শীর্ষক প্রতিপাদ্যের আলোকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। জেলা প্রশাসন, ক্যাব গাইবান্ধা জেলা কমিটি ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি পালনের লক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এবিএম সাদিকুর রহমান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আলী, জেলা মৎস্য কর্মকর্তা আব্দুস দাইয়ান, জেলা মার্কেটিং অফিসার শাহ মোয়াজ্জেম হোসেন, ক্যাব গাইবান্ধা জেলা কমিটির সভাপতি কেএম রেজাউল হক প্রমুখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here