গাইবান্ধায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার- ৩

0
297

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় বিপুল পরিমান মাদক দ্রব্যসহ ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ ( গাইবান্ধা) ক্যাম্পের সদস্যরা।
জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩’র ক্রাইম প্রিভেনশন কোম্পানী-৩ শহরের সার্কুলার রোডস্থ ‘ফুড ভিলেজ’ নামের একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযানে এদেরকে ৬’শ ৪০ ক্যান বিদেশী বিআর ও প্রতিষ্ঠানের মালিকের স্টেশন বোর্ডের বাড়ি থেকে ৫ বোতল বিদেশী মদসহ এদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে র‌্যাব কোম্পানী অধিনায়ক জানান, অভিযানে স্টেশন রোডের ব্যবসায়ি রায়হান কবির সেলিম এর ভাড়া গুদাম ও বাসা থেকে মাদক দ্রব্যগুলো উদ্ধার করা হয়। এসময় সবুজ মিয়া (৩০), জাকির হোসেন (৩০) ও নাসির উদ্দিন (২৮) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এসব মদ, হুইসকীর ব্যবসা করে আসছিল বলে আভিযানিক দলের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এদের সঙ্গে জড়িত অন্যান্যেরদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এব্যাপারে সদর থানায় গ্রেপ্তারকৃতদের হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here