গাইবান্ধায় বহ্মপুত্রে নৌকাডুবি ,উদ্ধার-১১

0
251

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদরের কামারজানি ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় ১১ জনকে উদ্ধার করেছে জেলা প্রশাসন।
জানা যায়, বুধবার সকালে কামারজানি ইউনিয়ন দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদে এ দূর্ঘটনা ঘটে। এ সময় জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় রক্ষা পেয়ে যান নদে হতে  পড়ে  গিয়ে দূর্ঘটনার যাত্রীরা। ইউপি চেয়ারম্যান- আব্দুস ছালাম জানান, সুন্দরগঞ্জ উপজেলার কেরানীর চর থেকে কামারজানি আসার পথে ১১ যাত্রীসহ নৌকাটি ব্রহ্মপুত্রের ঢেউয়ে টাল সামলাতে না পেরে ডুবে যায়। এসময় অন্য একটি নৌকাযোগে গাইবান্ধা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদিকুর রহমানের নেতৃত্বে তিনিসহ একটি দল পূর্ববাটিকামারি চরের আশ্রয়ণ প্রকল্প পরিদশর্ণে যাচ্ছিলেন। হঠাৎ নৌকাডুবির ঘটনা দেখে তারা এগিয়ে গিয়ে উদ্ধারের চেষ্টা করেন। পরে কামারজানি ঘাট থেকে আরও পাঁচটি নৌকা গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয়। ফলে ভাসমান অবস্থায় শিশুসহ ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার-শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের তাৎক্ষণিক তৎপরতা ও পরে স্থানীয়রা এগিয়ে আসায় সবাইকে উদ্ধার করা গেছে। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা সবাই সুস্থ আছেন। তবে নৌকাটি উদ্ধার করা যায়নি।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here