গাইবান্ধায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

0
315

আবু ব্ক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জুয়েল মিয়া (৪৫) নামে মাদক ব্যবসায়ী নিহত ও ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।
জানা যায়, বৃহস্পতিবার দিন গত মধ্য রাতে জেলা সদরের ফলিয়া ব্রীজ ও ফুলছড়ির মদনেরপাড়ার মধ্যবর্তী (২ থানার সীমান্তবর্তী) এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশী পাইপগান, ২ রাউন্ড তাজাগুলি ও ৫ শতাধিক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। নিহত জুয়েল জেলা শহরের ব্রীজ রোড মিস্ত্রিপাড়া এলাকার নছিম উদ্দিন ওরফে নছিম ড্রাইভারের ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই আব্দুর রহিম, এএসআই মশিউর রহমান ও কনষ্টেবল আব্দুর রাজ্জাক। তাঁদেরকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানা অফিসার ইনচার্জ- খাঁন মোহাম্মদ শাহরিয়ার জানান, গাইবান্ধা- বালাসী সড়কের ফলিয়া ব্রীজের নিকট বৃহস্পতিবার দিন গত গভীর রাতে কতিপয় ব্যক্তি সমবেত হবার সংবাদ পেয়ে সদর ও ফুলছড়ি থানা পুলিশ ২ পাশ থেকে ঐ এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পুলিশের উপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। এতে অজ্ঞাত এক ব্যক্তি ও তিন পুলিশ সদস্য আহত হন। তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত ব্যক্তি মারা গেছেন বলে জানান। তিনি আরো জানান, পরে (শুক্রবার সকালে) অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানা যায়। সে শহরের মাদক ব্যবসায়ী জুয়েল মিয়া। সে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে ডজন খানেক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়না তদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here