গাইবান্ধায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা

0
239

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধিতে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালে ভর্তি অব্যাহত রয়েছে।
জানা যায়, গত ২৮ মার্চ থেকে রবিবার পর্যন্ত আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির জন্য ভীড় জমছে। গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল কর্তৃপক্ষের হিসাবমতে, বর্তমানে ৭৬ জন রোগী ডায়রিয়া বিভাগে চিকিৎসা নিচ্ছেন। শনিবার এ সংখ্যা ছিল ৪৫ জন। এদিকে, পরিস্থিতি সামাল দিতে পাঁচ সদস্যোর মেডিক্যাল টিম গঠিত হয়েছে। রোগের কারণ সনাক্ত করতে ঢাকা থেকে রোগ তত্ত¡ রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)’র পাঁচ সদস্যের একটি দল গাইবান্ধায় কাজ করছেন। হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. এসি সাহা জানান, গত ৫ দিনে ২’শ ২ জন রোগী ডায়রিয়া বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। প্রতিদিনই মানুষ ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে ৫ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। ঢাকা থেকে আইইডিসিআর এর পাঁচ সদস্যের একটি দল রোগের কারণ সনাক্ত করতে রোগীদের বিভিন্ন নমুনা সংগ্রহ করছেন।হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. এসআইএম শাহীন জানান, ডায়রিয়া বিভাগের শয্যা সংখ্যা ২০টি হলেও এখন তিনগুণের বেশি রোগী থাকায় তাদের হাসপাতালের বারান্দা, সিঁড়িসহ বিভিন্ন স্থানে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ওষুধ, স্যালাইন বা অন্যান্য উপকরণের কোন অভাব নেই বলে তিনি জানান। এদিকে,শহরের ডেভিড কোং পাড়া ও সরকার পাড়ায় আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। তবে এলাকাবাসী আক্রান্ত হবার সঠিক কারণ বুঝতে পারছেন না। প্রথমদিকে ডায়রিয়া আক্রান্তরা বড়িতেই স্যালাইন ও ওষুধ সেবন করছেন পরবর্তীতে সমস্যা বেশি হলে হাসপাতালে যাচ্ছেন বলে স্থানীয়রা জানান।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here