গাইবান্ধায় ডাকাতি মামলার আসামী আটক

0
217

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধায় ডাকাতি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা মূলে এনামুল হক নামে এক আসামীকে আটক করেছে র‍্যাব- ১৩ ক্যাম্পের সদস্যরা।
র‍্যাব সূত্র জানায়, শনিবার দুপুরে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)- ১৩ (গাইবান্ধা) ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এতে জেলা সদরের দক্ষিণ হরিণ সিংহা গ্রাম থেকে আসামী এনামুল হককে আটক করা হয়। সে ঐ গ্রামের নূরুল হকের পুত্র। তার বিরুদ্ধে চট্টগ্রাম বিজ্ঞ চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত ডাকাতি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করে র‍্যাব- ১৩ (গাইবান্ধা) ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক
(এএসপি)- হাবিবুর রহমান জানান, আসামী শামীমের বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত কয়েকটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
উল্লেখ্য, র‍্যাব প্রতিষ্ঠাকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ সনাক্তকরণ, জঙ্গিবাদ দমন, অপরাধীদের গ্রেপ্তারসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যে কোন ধরনের অপরাধী, অপহরণকারী, অবৈধ অস্ত্র, মাদক, অপহৃত (ভিকটিম) উদ্ধারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে সার্বক্ষণিকভাবে অভিযান পরিচালনা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here