গাইবান্ধায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ২জনের মৃত্যু

0
443
ঠাকুরগাঁওয়ে ৩ জন করোনা রোগী সনাক্ত

সুদীপ্ত শামীমঃ
করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে নারায়নগঞ্জ থেকে ফেরত আসা রোববার সকালে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে নিজ বাড়িতে জ্বর, শ্বাসকষ্ট, গলাব্যাথা সহ করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করে।

অপরদিকে সদর উপজেলা গিদারী ইউনিয়নের এক কৃষক করোনা ভাইরাস উপসর্গ নিয়ে মারা গেছে।

গাইবান্ধা সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানান, মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং তাঁদের বাড়িসহ আশপাশের বাড়িগুলো লক ডাউন করা হয়েছে।

তিনি আরও জানান, একটি বিশেষায়িত টিম মৃত ব্যক্তিদের বাড়িতে গিয়ে লাশ দাফন করে।

এদিকে ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ সহ বড় বড় শহর থেকে আগত মানুষের ঢল থামাতে পারছেনা প্রশাসন। নৌপথ সহ বিভিন্নভাবে গাইবান্ধায় ফিরছে তাঁরা। বর্তমানে গাইবান্ধায় মোট ১ হাজার ৮৪৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here