গাইবান্ধায় উন্নয়ন মেলার উদ্বোধন

0
231

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধায় ৩ দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন। এতে সঙ্গতি রেখে জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব- আজিজুল হক, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র অ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন প্রমুখ। মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ৭৯টি স্টল খোলা হয়েছে। এছাড়া মেলায় ফ্রি ওয়াই-ফাই জোনের ব্যবস্থা করা হয়েছে। এদিকে, জেলার অন্যান্য (৭) উপজেলাসহ সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার- সোলেমান আলী, উপজেলা আ’লীগের আহবায়ক- টিআইএম মকবুল হোসেন প্রামাণিক, পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী আবুল মুনসুর, যুব উন্নয়ন কর্মকর্তা- খাদিমুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক- রেজাউল আলম রেজা, আ’লীগ নেতা এটিএম মাসুদ-উল-ইসলাম চ ল, জাহাঙ্গীর আলম, পূজা উদযাপন পরিষদের সভাপতি-নিমাই চন্দ্র ভট্টাচার্য প্রমুখ। আলোচনা পূর্বে একটি র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here