গাইবান্ধায় আন্তজার্তিক তথ্য অধিকার দিবস পালিত

0
219

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক)’র আয়োজনে ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র সহযোগীতায় শুক্রবার সকালে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল নেতৃত্বে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সভাপতি- অধ্যাপক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে স্থানীয় শিল্পকলা একাডেমীতে আলোচনা সভানুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক- গৌতম চন্দ্র পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত উপ-কমিশনার (জেনারেল)- মোহাম্মদ মিজানুর রহমান ও ডেপুটি কমিশনার (রেভিনিউ)- এবিএম সাইদুর রহমান, পুলিশ সুপার-প্রকৌশলী আব্দুল মান্নান মিয়াসহ আরো অনেকেই। বক্তরা বলেন, দেশের নাগরিকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার তথ্য অধিকার আইন-২০০৯ প্রতিষ্ঠিত করতে তথ্য কমিশন এই কাজটি বাস্তবায়ন করছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here