গরুকে ‘রাষ্ট্রমাতা’ করার প্রস্তাব পাস করেছে ভারতের হিমাচল প্রদেশের বিধানসভা

0
316

খবর৭১:গরুকে ‘রাষ্ট্রমাতা’ করার প্রস্তাব পাস করেছে ভারতের হিমাচল প্রদেশের বিধানসভা। বৃহস্পতিবার পাস করা এই প্রস্তাব এখন কেন্দ্রের কাছে পাঠাবে হিমাচল প্রদেশের বিধানসভা। বিজেপির সমর্থন নিয়ে এই প্রস্তাব বিধানসভাকক্ষে পেশ করেন এক কংগ্রেস বিধায়ক।

গরুকে ‘রাষ্ট্রমাতা’ করার প্রস্তাব পাস করেছে ভারতের হিমাচল প্রদেশের বিধানসভা। বৃহস্পতিবার পাস করা এই প্রস্তাব এখন কেন্দ্রের কাছে পাঠাবে হিমাচল প্রদেশের বিধানসভা। বিজেপির সমর্থন নিয়ে এই প্রস্তাব বিধানসভাকক্ষে পেশ করেন এক কংগ্রেস বিধায়ক। এই প্রসঙ্গে কংগ্রেস বিধায়ক অনিরুদ্ধ সিং বলেন, কোনো ধর্ম-বর্ণ-জাতির গণ্ডির মধ্যে গরু পড়ে না। মানবজাতির প্রতি তার একটা বিশাল অবদান রয়েছে। উত্তরাখণ্ড ইতিমধ্যেই এই পদক্ষেপ করেছে। যখন দুধ দেয় না, তখন তার কোনো জায়গা হয় না। তাই এই পদক্ষেপ অবিলম্বে করা দরকার। এছাড়া গরুর প্রতি যেন কোনো ধরণের অন্যায় অত্যাচার করা না হয় তারও আহ্বান জানান এই কংগ্রেস বিধায়ক। বিজেপি শাসিত উত্তরাখণ্ড চলতি বছরের সেপ্টেম্বরে ‘রাষ্ট্রমাতা’ করার এই দাবিতে প্রথম সোচ্চার হয়েছিল।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here