গত ৫ বছর ধরে দেশে আসার স্বপ্ন দেখেছি

0
409

খবর৭১:তালেবান জঙ্গিদের গুলিতে মারাত্মক আহত হয়ে ২০১২ সালে পাকিস্তান ছাড়েন মালালা ইউসুফজাই। গত বুধবার রাতে প্রায় ৬ বছর পর জন্মভূমি পাকিস্তানে ফিরে কাঁদলেন মালালা। এ সময় তার সঙ্গে ছিলেন বাবা-মা।

বৃহস্পতিবার ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে কখনো উর্দু আবার কখনো পশতু ভাষায় মালালা কথা বলেন। এ সময় আবেগজড়িত কণ্ঠে তার দেশে আসার স্বপ্নের কথা বলেন। সরাসরি টেলিভিশনে প্রচারিত ওই বক্তব্যে মালালা বলেন, ‘গত ৫ বছর ধরে আমি দেশে আসার স্বপ্ন দেখেছি।’

মালালা বলেন, ‘আজ আমার জীবনের সব চেয়ে আনন্দের দিন। কারণ, আমি দেশে ফিরে এসেছি। আমি আবার দেশের মাটিতে পা রেখেছি। আমার দেশের জনগণের মাঝে ফিরে এসেছি।’

মালালা আবার বলেন, ‘আমি খুবই খুশী। আমি এখনো বিশ্বাস করতে পারছিনা যে এটি সত্যিই ঘটছে। গত ৫ টি বছর আমি বাড়ি ফেরার স্বপ্ন দেখেছি। লন্ডনে বা নিউ ইয়র্কে যখনই আমি কোনো বিমান বা গাড়িতে চড়েছি, আমি নিজেকে বলতাম যে- কল্পনা কর এটি পাকিস্তান, তুমি ইসলামাবাদের রাস্তায় চলছ, কল্পনা কর এটি করাচি। কিন্তু তা কখনই বাস্তব ছিলনা। আর এখন আমি সেটিই দেখছি। আমি আজ অনেক খুশি।’

তিনি বলেন, ‘এখন আমার বয়স ২০, কিন্তু এ সময়ের মধ্যেই জীবনে অনেককিছু দেখে ফেলেছি। সোয়াতে বেড়ে উঠেছি, অনেক সুন্দর জায়গা। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত সেখানে সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান দেখলাম। এরপর দেখলাম আমাদের সমাজের নারী আর মেয়েরা কত প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছে আর কিভাবে এসব বাধার বিরুদ্ধে লড়াই করতে হয়।’
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here