‘গণবিস্ফোরণে’ সরকারের পতন ঘটানো হবে : মওদুদ

0
329

খবর ৭১: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনার যে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে সেজন্য জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। সর্বদলীয় জাতীয় ঐক্য সৃষ্টি করে ‘গণবিস্ফোরণে’ বর্তমান সরকারের পতন ঘটানো হবে।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ মানবাধিকার পরিষদের উদ্যোগে ‘বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকার ও ভোটের অধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় মওদুদ এ কথা বলেন।
বিএনপির স্থায়ীর কমিটির সদস্য বলেন, ‘যদি আমরা বাঁচতে চাই, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে চাই, দেশে সভ্যতা ফিরিয়ে আনতে চাই তাহলে আমাদের কোনো বিকল্প নাই। হয় সরকারকে বাধ্য করতে হবে একটা সমঝোতায় আসতে শান্তিপূর্ণভাবে। আর তা নাহলে যে ধরনের কর্মসূচি অতীতে দিয়ে এরকম স্বৈরাচারী সরকারকে অপসারণ করা হয়েছে, সেই ধরনের উপযুক্ত কর্মসূচি দিতে হবে।’
কারাবন্দী খালেদা জিয়ার জামিন বিলম্বের জন্য সরকারের অধীনস্ত নিম্ন আদালতকে অভিযুক্ত করে সাবেক এই আইনমন্ত্রী বলেন, ‘দেশের উচ্চতম আদালত যেখানে তাকে জামিন দিচ্ছেন সেখানে নানা কৌশলে নানাভাবে ষড়যন্ত্র করে সেই আদেশকে অকার্য্কর করে দেওয়ার জন্য আজকে নিম্ন আদালতের একজন ম্যাজেস্ট্রেটকে ব্যবহার করা হচ্ছে। এই ম্যাজেস্ট্রেট কে? এই ম্যাজিস্ট্রেট নির্বাহী বিভাগের অধীনে কাজ করেন।’
মওদুদ বলেন, ‘গত ১১ ডিসেম্বর যে গ্যাজেট প্রকাশিত হয়েছে বিচারকদের নিয়োগ-বদলি-শৃঙ্খলা নিম্ন আদালতের সব কিছু এখন নির্বাহী বিভাগের কাছে চলে গেছে। যেটা সুপ্রিম কোর্টের অধীনে থাকার কথা ছিল। এভাবে বিচার বিভাগকে সরকার ধ্বংস করে দিয়েছে। বিচার বা সুবিচার বুঝায় সেটা সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়েছে এই ধরনের প্রক্রিয়ার মাধ্যমে।’
খালেদা জিয়ার মুক্তির জন্য শুধু আইনি প্রক্রিয়ার পাশাপাশি রাজপথে আন্দোলনে যেতে হবে বলে মনে করেন বিএনপির এই নেতা।
নির্বাচন কমিশনের পুর্নগঠনের দাবি জানিয়ে মওদুদ বলেন, ‘এই কমিশন সরকারের একটি তল্পিবাহক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের মাধ্যমে তাদের মুখোশ খুলে গেছে। এটি নির্লজ্জ নির্বাচন কমিশন। আমাদের যেসব দাবি আছে যে, নিদর্লীয় সরকারের অধীনে নির্বাচন, ৯০ দিন আগে সংসদ ভেঙে দিতে হবে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে ইত্যাদির পাশপাশি বর্তমান নির্বাচন কমিশনকে অবশ্যই পুনর্গঠন করতে হবে। এ কমিশন দিয়ে কাজ হবে না।’
সরকার বর্তমান প্রশাসনকে দলীয়করণ করায় এ থেকে মুক্ত হতে কোটা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের চলমান আন্দোলন যেভাবে সরকার দমন করছে তার নিন্দা জানান মওদুদ।
সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব আসম মোস্তফা কামালের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমীন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নিপুন রায় চৌধুরী, জাসাসের শাহরিন ইসলাম শায়লা, কৃষক দলের শাহজাহান সম্রাট প্রমুখ বক্তব্য দেন।

খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here