‘খোলস পাল্টালেও জামায়াতের রাজনীতি করার অধিকার নেই’

0
880

খবর৭১ঃ খোলস পাল্টে নতুন নামে আসলেও জামায়াতের রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শনিবার (২৭ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে শেরে বাংলা এ.কে. ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন নেতার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ মন্তব্য করেন তিনি।

হানিফ বলেন, ‘জামায়াত ইসলামী খোলস পাল্টে নতুন কোনো নাম দিয়েও যদি রাজনীতি করতে চায়, আমি মনে করি এটাতেও তাদের কোনো নৈতিক অধিকার থাকতে পারে না। তারা এখনও একাত্তর সালের অপকর্মের জন্য দলীয়ভাবে তাদের অপরাধের দায় স্বীকার করেনি। এমনকি তারা ক্ষমা প্রার্থনাও করেনি।’

প্রসঙ্গত, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য (সদ্য বহিষ্কৃত) মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে নতুন দল গঠন করছেন জামায়াতের সংস্কারপন্থি নেতারা। এটিকে আপাতত তারা নতুন রাজনৈতিক দল নয় বরং ‘উদ্যোগ’ হিসেবে অভিহিত করতে চাইছেন। শনিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ সংক্রান্ত একটি ঘোষণাপত্র তুলে ধরার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here