খুৎবার আগে যা বললেন নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্ডা

0
450

খবর৭১ঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার পর আজ শুক্রবার ছিল প্রথম জুমা। সন্ত্রাসী হামলার পর প্রথম এই জুমাকে স্মরণীয় করে রাখলো নিউজিল্যান্ড কর্তৃপক্ষ।

জুমার নামাজের আগে হামলার শিকার আল-নূর মসজিদের পাশ্ববর্তী খেলার মাঠ ‘হ্যাগলে পার্কে’ সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ও মুসলিমদের প্রতি সংহতি জানাতে আয়োজন করা হয় এক স্মরণসভার। এতে হাজার হাজার নারী-পুরুষ অংশ নেয়।

নারীদের অধিকাংশই মাথায় স্কার্ফ পরে এই সভায় যোগ দেয়। আবার অনেকের হাতে ছিল ফুল।
স্মরণসভায় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী যোগ দেন কালো স্কার্ফ পরে।

এ সময় তিনি সংক্ষিপ্ত ভাষণে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে বলেন, “গোটা নিউজিল্যান্ড আপনাদের দুঃখে ব্যথিত। আমরা সবাই এক। ”
তিনি আরও বলেন, “আমরা হয়তো আপনাদের দুঃখটা নিয়ে নিতে পারছি না। কিন্তু আমরা আপনাদের প্রতিটি পদক্ষেপের সঙ্গী হতে পারি। ”

একটি হাদিস উল্লেখ করে জাসিন্ডা বলেন, “আমরা একটি দেহের মতো, যখন শরীরের কোনও অংশে আঘাত লাগে তখন পুরো শরীরেই ব্যাথা অনুভূত হয়। ”
খবর৭১ঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here