খুলনা-৬ আসনে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান

0
294

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ পাইকগাছা-কয়রার আসনে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ২০ দলীয় জোট মনোনীত ধানের শীষ প্রতীকের নেতাকর্মীরা। বুধবার বিকেলে পাইকগাছা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের প্রধান নির্বাচনী এজেন্ট মুহাম্মদ লিয়াকত আলী সরদার বলেন, বিগত ১০ বছর ধরে পাইকগাছা-কয়রা’র ২০ দলীয় জোটের নেতাকর্মীরা অসহনীয় নির্যাতনের শিকার হচ্ছে। দেশের মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। নেতাকর্মীদের নামে প্রায় লক্ষাধিক গায়েবী মামলা হয়েছে। অর্ধশতাধিক গায়েবী মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। নির্বাচনী এলাকা পাইকগাছা-কয়রার এমপি প্রার্থী মাওঃ আবুল কালাম আজাদও নির্মম নির্যাতনের শিকার। সরকার তার জনপ্রিয়তার ভয়ে তাকে বারবার কারারুদ্ধ করে রেখেছে। স্বাধীন গণতন্ত্রকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। অর্থনীতিকে ধ্বংস করে মাতৃভূমিকে তলা বিহীন ঝুড়িতে পরিণত করেছে। মানুষের বাক-স্বাধীনতা ফিরিয়ে দিতে এবং জোট নেত্রী খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তির আন্দোলন হিসাবে ২০ দলীয় জোট জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে। যার অংশ হিসেবে খুলনা-৬ আসন থেকে জোটের প্রার্থী হিসেবে মাওঃ আবুল কালাম আজাদ ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু পরিতাপের বিষয় আওয়ামী মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাবু’র নেতাকর্মীরা প্রতিনিয়ত আচারণবিধি লঙ্ঘন করে ধানের শীষ প্রতীকের নেতাকর্মীদের উপর হামলা ও হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। জোটের এ নেতা সংবাদ সম্মেলনের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে নির্বাচনী লেবেল পেইং বজায় রাখার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় জোটের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here