খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

0
320

শেখ সাথী ইসলাম , খুলনা প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যদিয়ে খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৮ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি, আলোচনা সভা, প্রতিযোগিতা, জেনারেল হাসপাতালে দিনব্যাপী হেলথ ক্যাম্পে ফ্রি রক্তচাপ পরিমাপ, স্বেচ্ছায় রক্তদানসহ ওজন ও উচ্চতা পরিমাপ করন।
দিবসটির এবারের প্রতিপাদ্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা: সবার জন্য সর্বত্র। খুলনা সিভিল সার্জন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে। এ ছাড়া নমহাগরীর উদয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিবসের প্রতিপাদ্যর উপর বয়সভিত্তিক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিত এবং শিশু স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় র্যালি শেষে স্কুল হেলথ ক্লিনিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনা সিভিল সার্জন ডাঃ এ এস এম আবদুর রাজ্জাক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আতিয়ার রহমান শেখ, প্রাক্তন সিভিল সার্জন ডাঃ মোঃ হামে জামাল, কেসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার এবং ডব্লিউ এইচওর প্রতিনিধি ডাঃ মোঃ অরিফুর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
সকালে সিভিল সার্জন অফিস চত্ত্বরে সিভিল সার্জন ডাঃ এ এস এম আবদুর রাজ্জাক মাস কমিউনিকেশন ক্যাম্পেইন ইন হার্ড-টু-রীচ এরিয়াস অন কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন। পরে সিভিল সার্জনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, খুলনা মুক্তি সংস্থা, সিএসএস, পিকেএস, সুশীলন, এসএমসি, আরএইচ-স্টেপ, ব্রাক, মেরী স্টোপস, কেসিসি, ছায়াকুঞ্জ, এজিসিডিপি এবং দ্বীপ শিখা প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here