খুলনায় ‘এ’ দলের হয়ে মাঠে নামছেন আশরাফুল

0
330

খবর৭১ঃফের জাতীয় দলের হয়ে মাঠে নামতে মরিয়া মোহাম্মদ আশরাফুল। সেই যাত্রায় একধাপ এগিয়ে গেলেন তিনি। ঠাঁই পেলেন বাংলাদেশ ‘এ’ দলে। বিসিবি হাইপারফরম্যান্স ইউনিট-এইচপির বিপক্ষে ‘এ’ দলের হয়ে খেলবেন টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।

আসছে ১৯ সেপ্টেম্বর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে হবে দুদলের লড়াই। বাংলাদেশ ‘এ’ দল ও বিসিবি হাইপারফরম্যান্স ইউনিট-এইচপির মধ্যকার ৪ দিনের ম্যাচটিকে প্রথম শ্রেণির মর্যাদা দেয়া হয়েছে।

জাতীয় লিগের আগে এটিকে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার সুযোগ হিসেবে দেখছেন আশরাফুল। ‘ ৫ বছর পর ‘এ’ দলের হয়ে খেলতে যাচ্ছি। যেকোনো মূল্যে জাতীয় দলে ফিরতে চাই। তবে চাইলেই তো হবে না। এজন্য আগে আমাকে ফিটনেস প্রমাণ করতে হবে। পারফর্ম করেই জাতীয় দলে ফিরতে হবে।’ গণমাধ্যমকে এমনটাই বলছিলেন তিনি।

সেই লক্ষ্যে বার্তাও পেয়ে গেলেন আশরাফুল। বিসিবির বাতিলের খাতায় নয়, বরং নির্বাচকদের নোটবুকে আছেন।তিনি। এদিকে ৩৪ বছর বয়সী ক্রিকেটার যে ফুরিয়ে যাননি তার প্রমাণও পাওয়া গেছে। জাতীয় লিগের আগে বিপ টেস্ট দিয়েছেন তিনি। সেখানে ১১.৪ পয়েন্ট তুলে পেছনে ফেলেছেন বর্তমানে ক্রিকেটের মধ্যে থাকা অনেক তরুণকেও।

দীর্ঘ ৫ বছর ক্রিকেটের বাইরে থাকলেও ব্যাটে মরিচা পড়েনি আশরাফুলের। ইতিমধ্যে সেই প্রমাণ দিয়েছেন তিনি। গেলো ঢাকা প্রিমিয়ার লিগে করেছেন ৫ সেঞ্চুরি। তবে বিসিএলে ছিলেন নিষ্প্রভ। তাই জাতীয় লিগ ঘিরে বাড়তি সিরিয়াস তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর নিষিদ্ধ ছিলেন আশরাফুল। গেলো আগস্টে নিষেধাজ্ঞা উঠে গেছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here